অস্বস্তির অনলে উঠে ঢেউ
কতটা আহত হলে।
রুপকথার  গল্প হয় বেনামী  ভালোবাসা
কতটা আহত হলে।
কোমল মিনতি ভরা সুর গুলো ক্ষীণ হয়
কতটা আহত হলে।


মুহুর্তের অনুভবে জাগে যে প্রেম
জীবনের অনুভব তার ছবি আঁকে
বেদনা কাটা হয় আহত অনুরাগে
ব্যাথার পঞ্চশর দেহ শাখে জাগে।


আলেয়ার আলোতে মাদকতা না টুটে
প্রেমের মরুভূমে যদি ফুল না ফোটে
কতফুল ফোটে আর কত যে ঝরে
সময় হিসাব রাখে আপনার করে।


যেথায় আছে ব্যাথা
তার আগে কিংবা পিছে
লুকায় ভালোবাসা।
ছলনার ফাঁদ পাতা ভুবনে
নকল রুপ ধরে আসলের।


ব্যাথাহীন বোধ
আকাশ হীন বৃষ্টি
অক্সিজেন বিহীন বায়ু
পানি বিহীন  মাছ
শস্য বিহীন ক্ষেত।
আর জ্ঞানহীন মানুষ সমলয়ের।


অতলে অতল খোঁজে
অগভীরে অগভীর
মুখোশ মুখ খোঁজে
নিষ্পাপ জীব।