স্বপন জলে করবী ভেসে যায়
মদির মন রহে বাটে
শশী উঠেছে ফুটিয়া গগনে
তারার জোনাকি নাচে বাগে।


দুটি হিয়া একই সুরে
একই রাগে এসে মেশে
নয়নে নয়নে মিলন মধুর
অন্তর অনলে একি বারি ঝরে।

এ প্রেম নয় ছল
এ মন  নহে কুঞ্চন
নয়ন বারি ঝরে আঁধারে
নতশির নিশিতে মেলিয়া আকুলি
পাষান দেবতা নাহি টলে।


এ কোন পরাগ কুসুম কলির
মন ভেঙে একি ঝড় আসে
হতে দেয়না বিচ্ছেদের  গান
অনুযোগ আদর নহে সমান্তরাল।


এমনি করে হেলায় খেলায়
কোন খেয়ালী যায়  চলে
নাহি পরশ নাহি পবিত্র
মনের খাঁচা নিকষকালো
নয়নে নয়নে তারি ছবি ভাসে।