বিভোর নয়নে  পলক না পড়ে
হলুদ ফুলের ঝর্ণা দোলে
রুপালি পাখি গাইছে গান
হরষে দোল খেয়ে।
জারুল ফুলের গোলাপি আভায়
মন যে কেমন করে
বুঝাই  কেমনে মন যে কেমন করে।


মাধবীলতায় জেগেছে স্বপন
ফুলে ফুলে
পথিক আমি পথ যে হারাই
ফুলের প্রেম শয্যাতে
রূপের মাধুরিতে এ আঁখি  মোর
হারায় আবেগ ক্ষণে।


বাগানবিলাস সাদা জবা টগর
চেয়ে হাসে
কে নেবে ফুল কে নেবে
বিধাতা হাসে ফুলের হাসিতে
বৃষ্টি আসে আদর বুলাতে
কোকিলের গলায় কুহু কুহু তান
শুনি এ বৈশাখে।


পথের ধারে ফোটে শরতের শিউলী
মা তবে কি যাইনি কৈলাশে?
শোভা চারিধার রূপের বাহার কি মধুর ক্ষণ
আহা আজি এ প্রভাতে।
মনোহরা নিকুঞ্জ বিলাসে বনলক্ষ্মী এসেছে
চরণ সেবিতে রঙের হলি  বৃক্ষ শাখে মঞ্জুরীছে।