রোদ ঝকমক  
জল টলমল ।


ঘর তকতক
লোক থইথই।


আগুন গনগন
বৃষ্টি ঝমঝম।


শীত কনকন
গলা খনখন।


কাঁপছে ঠকঠক
লাল টক টক।


বায়ু  শনশন।
মাছি ভনভন ।


থালা  ঠনঠন
আসর  গমগম ।


আহ্লাদে ঠকমগ
খাইছে ঢকঢক।


টাকা নয়ছয়
বিরোধ নটখট।


পাকা তলতল
রক্ত গল গল।


দই  থকথক
জিহবা লকলক।


ঘা দগদগ
ব্যাথা টনটন।


বুক ধকধক
হাঁটে থপথপ ।


কাঁদা পচপচ
রাগে গচগচ।


সাদা ধবধব
পতাকা পতপত।


দাঁত ফকফক
কথা ফচফচ।


বৈঠা ছপছপ
তপস্যা জপতপ ।


সোনা চকচক
কাটছে ঘচঘচ।


ঘুড়ি ফরফর
র ঙ রগরগ ।


শব্দ রনরন
ঘোরে বনবন ।


বস্র মলমল
চলছে হনহন ।


জল ভকভক
ব্যাঙ মকমক।


গাড়ি জগজগ
ধ্বনি বমবম।


কাঠ খটখট
ভাঙছে মচমচ।