স্পর্ধিত সময় জীবনের
গল্প বুনে রাখে স্মৃতির গুহায়
নন্দিত জীবন খেলা ঘরে রঙ খেলে
হারজিত নেই ভাবনায়।
কুয়াশার পান্ডুলিপি বর্ণিল যৌবনের
উদ্যম ঝর্ণায় নুপুর পড়ায়, অচেনা পথিক
নেচে যায় বাগিচার  দূরন্ত শাখায়।


সীমাহীন স্বপ্নের ঝুড়ি কাঁধে প্রেম
কখনো স্বর্ন শিকল কখনো মুক্তি
কখনো বন্দী কখনো বেহুদা সময় পার।
চিরতরে গাঁথা মালা শুকায় বারেবার
দৃষ্টি ঝাপসা মুক্তির মন্দিরে মাথানত বহুবার।
যে আমির জন্ম প্রশ্নবিদ্ধ
মন সন্তুষ্টির কারণ নেই
বুকে পাথর চাপা কষ্ট
তার নীলগিরি দর্শনে
কি লাভ।
হৃদয়ের বিচার বাস্তবতা নেই
আবেগ মুছে যায় কঠিনের চাপে
রোগ বসে ঝেঁকে কাখে
ঘুম আসে চোখের পাতায়।


আমি নেই বাসনায় নেই আকাঙ্খায়
আছি রোগে শোকে জড়বৎ
বিশ্বাস ভালোবাসা সবই ফুরায়
অচেনা শহরের অচেনা ভিড়ে
হারায় হারায়।