অন্তরে আজি ব্যাথ্যাভার
দুঃখ আজি খুলেছে দুয়ার
ফেলেছি হারায়ে কপট প্রণয়ে
হৃদয়ে ছিল যত উপহার।


মধুর মুরতি মম অন্তরে
কেবলি হারায়ে হেসে যায়
পিছু পিছু যাই যতপথ
হাসির ছটা মিলিয়ে যায়।


নয়ন সম্মুখে কত মনোহর
অন্তর গগনে এক নদী বিষাদ
যত চাই তাহারে হারাবো
উল্টো কেবলি আমারে হারায়।


যত ভাবি করিব না দেখা
সে কেবলি সম্মুখে ধায়
কভু সে না কেঁদে
আমায় কাঁদায় যতখুশি ততবার।


নিত্য আমি দেখি তারে
পিছু নেয় সে আমার
না ছাড়ে সংগী না ছাড়ে সখা
না ছাড়ে অন্তর
এ দুঃখে কেঁদে মরমে মরি সারাক্ষণ।