এমন করে কেন ডাকো
হৃদয়ে উঠে ঝড়
কেন গাও এমন করে
সুরে সুরে বিভোর।


এমন করে কেন হাসো
খোলে মনের দ্বার
কেঁপে উঠে শীতল পবন
জুড়ায় অন্তর।

ছন্দে ছন্দে বল কথা
অবাক হয়ে শুনি
সুরেলা সে ধ্বনি।
কেমন করে গড়ে
নেও শব্দে শব্দে বুলি।


কেমন করে খুঁজে নেও
আনন্দ ঐ চোখের
দাতাকর্ণ  প্রকৃতি কি
দীক্ষা দিয়েছে।


কেমন করে চাষ কর
মানবতার মন
কেমন করে সহে যাও
আবদার অনুক্ষণ।


কেমন করে সৌম্য
শান্ত ধীরস্থির
পাহাড় কি শিক্ষাগুরু
অটল বুদ্ধির।


উদারতা শিখেছ কি
আকাশের কাছে
ছুঁতে কভু নাহি পারি
না পাই হাতের কাছে।


মাটি খাঁটি ধূসরতায়
ফলে শুধু সোনা
মন খাঁটি সরলতায়
মনে সত্য বোনা।