আত্মার গভীরে পুড়ে যায়
অনুভূতির সহস্র  সমুদ্র গোলা
যোজন যোজন দূরে চলে গেল যে
সে আর ফিরে আসবে না জানি।


ফিকে হয়ে আসে সব
জমানো কথা ভালোবাসা অভিমান অর্ন্তদন্দ্ব
ভেসে উঠে পুরানো স্মৃতি, মিষ্টি আতিথীয়তা
ভাবনার অসুস্থ অনুভূতি, পরিচিত গানের সুর
বুকের গভীরে তবুও পরিচিত ক্রন্দনের ঢেউ
আঁচড়ে পড়ে তৈরি হয় অসংখ্য ক্ষতের পরিখা।  


অনুভূতির আগুনে দাউদাউ করে জ্বলছে স্মৃতির মায়াঘর, মৃত্য এক অনিবার্য সত্য
তবুও হৃদয় ভেঙে যায় তারই বিরোধিতায়
নানা প্রশ্ন জমা পড়ে কেন কি কোথায়?
উত্তরের অপ্রতুলতা রেখে যায়
আর এখানে ই ঈশ্বরের চতুরতা
মিমাংসিত হোক বা অমিমাংসিত
সঠিক উত্তর কারোরই না।


বিদায় নিষ্ঠুর অনিয়ম দুরাচার
ক্ষণিকের মায়াজাল চক্রের ছিন্ন অবিচার
যেতে হয় দিতে হয় নিতে হয় চির বিদায়
বিদায় বন্ধু ভাই বিদায়।