হারিয়েছি চেনা মুখ
কত আপনার
বেঁচে আছি বিধাতারে
করে দোষারোপ
এমন দিনে সুখের আগুনে
পুড়ি বহুবার
ছিল যত চেনা আজ অচেনা
নিজের মন তা বুঝিতে পারে না।


হারায়ে কাঙাল হই
আগমনে আনন্দবার্তা
নিশি শেষে দিন আসে
সব অমঙ্গলের চিহ্ন মুছে
মঙ্গল দীপ জ্বেলে হাসে বিধাতা।


কিছু কি নিয়ে যাবে যা কিছু
অর্জন
সবই রেখে যাবে চির ঘুমের দেশে
প্রেম ভালোবাসা আবার সবুজ হবে
ছিন্ন চক্রে।
জ্বলে যাওয়া ধূপের সৌরভ
ঘরময় ছড়িয়ে রয় তারই বিসর্জনে।


বেদনায় ভারী হয় এ আকাশ
কুয়াশায় বাতাস
শিশিরে ঘাসফুল
বিদায় বন্ধু  ভ্রাতা বিদায় ২০২১।