উষ্ণ কোমল প্রেমে সংহত
মুকুট শোভিত গীতিময়ী চন্দে নাচে
নাচে অরণ্য  প্রীতিময় আশ্রয় সৃজনে নাচে।


নাচে ধরণীকম্পিত থর থর
প্রেমহীন প্রেমে উদ্দাম বন্য
কণ্টক লতায় স্বদেশ আকীর্ণ।
অন্ধ প্রেমে নাচে তারুণ্য
স্বপ্নে মাতাল দিগম্বর
হাঁকাহাঁকি ডাকাডাকি
সোনাঝরা হাসিতে কি অপূর্ব
সোনালি অপরাহ্ন।


মৃদুস্বরে কুহু কুহু
ফুলে ছাওয়া মাঠ
স্বচ্ছ নির্মল নিরবতা
ধ্যানে বসেছে হে রাজাধিরাজ।

কম্পমান পালকের স্বপ্নময়
আবীর খেলায় প্রকৃতির কারুময় বেশ
মাতাল গন্ধে ঘুমে বিভোর মৃত্তিকা
কীট দুষ্ট বিবশ তার শরীর ।


বৃষ্টিস্নাত জলাধারের আহ্‌ কি আনন্দ
ঘুম ঘুম জলভরা চোখে জেগেছে পদ্ম কুঁড়ি
শয়ন অবসানের সারা হয়নি বুঝি।
সরল কৌমার্য অক্ষত তার
গোলাপ চন্দন মুখে ভীরু ভীরু লাজ।


ভেসে আসে শোকার্ত পাখির শিসের ধ্বনি
বালুময় বাতাস জলাধারের মুখ ভারী
গভীর আর্তনাদে কাঁপে অরণ্য
খুঁজে ফিরে ক্লান্ত পাখি ।
হারিয়েছে চোখের মনি
অবুঝ হৃদয়ের ছোট্ট মুখখানি
দুঃখ পীড়ায় এ ভুবন
নির্ভেজাল মুধুময় আনন্দক্ষণ
থাকে না বেশী ক্ষণ স্থির ।


ভালোবাসার উদ্বেলতার ও ছুটি হয়
মোহভঙ্গের অতল অন্ধকার ঘরে
সবুজ ভালোবাসায় পৃথিবী কক্ষপথে ঘোরে
তার কোন লকডাউন নেই
নেই কোয়ারেন্টাইন আছে
অমাবস্যার ক্ষণিক আইসোলেশন  
তারপর ও নির্ঘুম চলে চলে
চিরসবুজ এ পৃথিবী।