বৈচিত্র্যময় বিস্ময়ে ভরা এ ছন্দময়ধরণী
প্রতিটি মোড়েই নুতন আনন্দের  জগত।
প্রশান্তিময় সলাজ হাসিতে মোহনীয়
নিমন্ত্রনের মিষ্টি কন্ঠস্বরের প্রতিধ্বনি
মায়ার প্রশান্তিতে ডুবন্ত গোটা জগৎ
শীতল ভালোবাসায় মোহনীয়।


রাহুর উত্তপ্ত মূখ গ্রাসিছে জগৎ  
গ্রাসিছে আনন্দের চরম শিখর
সত্য বিহীন বন্ধ্যাত্বের যন্ত্রণায় কাতর
এ প্রকৃতি প্রকৃতির মানুষ।


ময়ুর পুচ্ছের মতো দিগন্তের
প্রথম সূর্য রশ্মি এখনো লজ্জা রাঙা
আকাশের বুকে ফুটে উঠে কোমল।
স্বপ্নীল মেঘ এখনো ভাসে
শ্রাবনের সুনীল আঁচলের  আকাশে।


প্রশান্তিময় বনের বিছানা থেকে
সুরেলা ভোরের পাখি কূজন
নির্মল বাতাসে মুক্তোর শিশিরে ।
পদ্ম ফোটে পুব হাওয়াতে
ঝিলের জলে
ফুলে ফুলে অলি ছোটে
মৌমাছির গুন গুন মৌচাকে।


তুমিহীনা  দগ্ধ আমি অসম্ভবের নরকে
নিখোঁজ খবর নির্বাক নিঃশব্দে আসে
নিঃশ্বাস আততায়ী বিশ্বাসের।
রুষ্ট সময় ভ্রষ্ট সমাজ
নিন্দিত রাজনীতি নন্দিত নেতা
অর্থ বিধাতা মানবতার পরাজয়
কন্ঠে নিনাদ অভুক্ত শ্রমজীবী
পথশিশুর উপোস বারোমাসই।


বেঁচে আছি বেঁচে আছি
উদাস চোখ বন্ধ ঘর
খোলা জানালায়  চুপি চুপি
আসে হারানোর শোক ঝুলন্ত দীঘিতে
বৃষ্টি ও আসে মেপে মেপে
ভুলে যাবো নাকি....
মনের গভীরে
গেঁথে রাখবো কোনটা সহজ হবে.......?