বার বার ফিরে যাই স্বপ্ন বিথিতে
আমার স্বপন ঘেরা কুঞ্জ ছায়াতে
মায়ার চাবি রাখি ভালোবাসার মঞ্জুরীতে
বল যোগ্য  কি নই আমি হৃদয়ের আরশিতে
কুয়াশা ঘেরা এ মধুর যাপনে।

রঙতুলি শুকায় শুধু হলুদের ইঙ্গিতে
পাতাঝরা বৃক্ষ কাঁদে রাতের আঁধারে
ফিক ফিক করে হাসে কোজাগরী জ্যোৎস্না
উপবাসী নক্ষত্র ছোঁয় নীলাদ্রির নীলিমা
মনোবন মনোলোভা রুপে অনন্য।


আমি ও নীল হই নীল নীল চাওনিতে
চেয়েছিলাম অঞ্জলি আশীর্বাদের মুঠিতে
সোনাঝরা মুখখানি রেখেছিলাম ও চোখে
বৃথাই সময় আমায় বেঁধেছিল শাঁখের করাতে।


পথচলা পথিক আমি কি করে ফিরি বাঁকে
গোপন হৃদয়ের আনন্দধাম  সুরে সুরে উঠে বেজে
চৈতালী হাওয়া বহে এ শরতে
হঠাৎ বরষা আসে সুখের কবচে।