আবেগ জড়ানো কথার মন্ত্রে
মনের জানালা গ্যাছে খুলে
দুটি মন একসাথে
একই সুরে মিশে আছে।


মন বীনায় একই তালে
দুটি হিয়া ভেসে চলে
যা হেরি তাই আজ ভালোলাগে
যা শুনি তাই আজ মধুর শ্রবণে
শুনিয়ে যায় আমায় কানে কানে।
চরণে চরণে ছন্দ দোলে
নুপুরের ধ্বনি বাজে  মুগ্ধ আবেশে
মায়াবী স্বপ্নে তাই  যাই ভেসে।


কথাকলি ফুটে উঠে
হৃদয়ের ফাল্গুনে
মন ও ফুটে উঠে ফুটন্ত কুসুমে
স্বর্গভূমি হয় দ্বিজ প্রাণ
রবি হয়ে জ্বলে উঠে দ্বিজ মন।