চিনিয়াছি আমি বহু অচেনারে
অভিমান অনাদর ভালোবাসা ডোরে।
দেখিয়াছি কত ফুল
ফোটে ভূবনেতে
গন্ধ বিলায়ে লুটায় ধূলিতে
কত পাখি গান গায় আপন মনেতে
কোথায় হারিয়ে যায় খোঁজ কি থাকে?


কত হৃদয় ভেঙে যায় স্বার্থের টানে
আপন হলেই হয়না আপন বিশ্ব ভূবনে
কোকিল ডাকে মুগ্ধ প্রভাতে
হৃদয়ে কজনার বসন্ত আসে
পলাশ শিমুল বকুল ফোটে
ফোটে হাজারো ফুল
এত রঙের পাহাড়ে ও
বিরহ অনলে পুড়ে হয়না নিখাদ মানুষ।
  
উদাস বাউল ভর দুপুরে একতারাটা বাজিয়ে চলে।
নানান গানে মাতাল পবন
মন ফাগুনের নৌকা বেয়ে।


স্বর্নলতিকা বলে শিশিরের ছোঁয়াতে
সিক্ত এ তনু তব পরশে
ভুলিয়ে দেয় ভাবনাপুঞ্জ তপন এসে।
করজোড়ে দাঁড়িয়ে বলে এস হে
কর প্রবেশ শুদ্ধ করো মনের আবেগ।
জয় করো খোল আঁখি এ ভূবনের তুমি নিধি
তব প্রাণে আমার প্রাণ বাঁচে ভূবন
সংশয় নাহি থাকে হে তপন।
যা আছে সবই তোমার
তব গুনে বাঁচে এ চরাচর।