মাঝে মাঝে অবাক হই
সত্য দেখিয়া
কেমন করে লুকাও তুমি
মিথ্যার আড়ালে হাসিয়া।


বিধাতা দিয়েছিল অভিশাপ যত
রেখেছো  তুমি কত যতন করিয়া
তোমারে যে প্রকাশিবে তারই শত বাধা
শত  হারা।


এখন  ও উদার আকাশ মানবতা
ক্ষমা সুন্দর সরলতা চিরকাল নিঃস্ব কপটতা
মনের আয়নার স্বচ্ছ  রূঢ় বাস্তবতা।


যা কিছু সুন্দর যা কিছু সহজ
তারই প্রকাশ ধীর গম্ভীর কণ্ঠে
আর্তনাদ ব্যাকুলতা।


নিত্য তাহারে শুধাই
যাযাবর মন ছুটে অসীম
সীমায়।


তবু্ও হৃদয় তাহারে শুধায়
ক্ষণিক এসো এ দরজায়
ভ্রান্ত নয় ব্যাথা পায়ে
সত্য উঁকি মারে আকাশের গায়।