শ্রাবনের মেঘ ভাসে
শরৎ আকাশে
ডানা মেলে দলবেঁধে
উড়ে  পাখি প্রভাতে।


নয়নে তৃষ্ণা লাগি
ছোটে সোল্লাসে
নীল আকাশ ডেকে
বলে কিছু কি চাও
বলো আমার কাছে।


দিতে পারি এক আকাশ
ভালোবাসা দিতে পারি উদারতা
বিনিময়ে কিছুই আমি
চাইবোনা তোমার কাছে।

মনে মনে আমি বলি
দান যদি দিতে হয়
মুখে কেন ফুলঝুরি।
ভিখারির সম্মান এমনি
হয় বলি।


যাকে দাও দান
তারও আছে সম্মান
অভিমান অনুরাগ
তার ও জাগে ভারী।


মন খুলে কথা বলা
তার ও ইচ্ছা জাগে
আকাশ নীল হয়
শুনে অনুরাগে।


ঝর ঝর ঝরে পরে
কান্নার আওয়াজে
বিদায় জানাতে জানাতে
ফিরে আসি গৃহে।