আশা মঞ্জরি উঠেছে ফুটিয়া
নাম ধরে তুমি ডাকো যদি প্রিয়া
ভালোবাসার এইতো লগন কেন দূরে
এসো কাছে বলে দেয় মোর অবুঝ হিয়া।


কতদূরে গেছো চলে
মন তাই কথা বলে বিরহ নীড়ে
অভিমান উঠে কাঁদিয়া কাঁদিয়া
শূন্য হৃদয় আশাহত মন
নিরব নিরালায়  নিরাশ্রয়ে প্রাণ।


পারিনা দূরে যেতে পারিনা কাছে পেতে
মন তবু আশা বাঁধে ভালোবাসায় ঘর
ভেঙে যায়  সব বাঁধা সুরভী মায়ায়
সুখস্মৃতি ভুলিয়ে দেয় দুখ আঁধার।


স্বার্থের বড় টান অচেনা আপণ ঘর
আপণ হারিয়ে যায় পর আপণ
হিয়ার তলে আঘাত জ্বলে
মরণ যবে আপণ ভূবণ তখন পর
ফিরলে আবার দেখা হবে
নুতন পোশাকে পুরাতন যাযাবর।


এখানে নয়তো অন্য কোথাও
অন্য বেশে অন্য কোন ঘর
হয়ত ফুল আমি তুমি অলি
নয়তো ঘাসফুল ঐ দূর পাহাড়ে তুমি
আমি হবো মঙ্গলের উর্বর ভূমি  যেখানে
সূচিত হবে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ।