দূর্বলতার সিঁড়িগুলো গুছিয়ে রাখি সযতনে
তবু্ও হাহাকার অন্তরে
বেদনার বালুচরে সাদা মেঘ উড়ে ঐ দূরে
মিথ্যে অভিনয়ে হেরেছি যত
আঘাত পেয়েছি অধিক তত।
সময়ে ফুটেছিল যে আবেগ প্রেম
তার উচ্ছ্বাসে মন ভরে সুবাসিত ঢেউয়ে।
কেন ঝরে মনের উচ্ছ্বাস কেন
হারায় আবেগ কেন অবিরাম চলেনা
স্রোতের বেগ।


আবেগঘন দিন মনে পড়ে  
অবহেলার অভিযোগে
আপ্লূত হই সংযত সংবরণে
নিয়ন্ত্রণের বাঁধ ছুঁই ছুঁই করে
বিদ্রোহের খড়গ হস্ত  কাঁপে
অনল স্রোতে।


দিন চলে তবু্ও হাসি কান্নায়
বৃষ্টির সরোবরে মিলেমিশে
হয়ত কেউ নেই কোথায়
কথা শোনার কথা বলার
অবিরল উচ্ছলে।


কারো নই কেউ নয় আপনার করে
ফাঁদ পাতা ভুবনের বসন্ত বাতাসে
তবু আবেগ ভরা বৃষ্টি এলে মন ভরে
ভালোবাসার মলাট খুলে অনন্ত যাত্রাপথের
ছবি আঁকে ধূধূ পথ ধরে।


কাশফুল ভরা নদীর চরগুলো
শুকায় ভাটার টানে
হাসি তখনও অবিরাম  শরতের মৃদু হাওয়ায়
শুভ্র কুঞ্জে আরতি ভরা প্রাণ অকপটে বলে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসবো বলে
প্রতীক্ষার প্রহর শেষ হবে না কোনদিন
অযুত প্রহর শেষে।