বসন্ত বিলাসে উচ্ছসিত রুদ্র পলাশ
মনের দুয়ারে দাঁড়িয়ে সূর্যমুখী
ব্যক্ত করে অভিলাষ
এসো  দাও বাড়িয়ে হাত
আমিতো তোমারই অপেক্ষায়।
কত বসন্ত এলো গেলো কত ফাল্গুন
পেরিয়েছে মনের চৌকাঠ।


সতেজ সুনীল আকাশ দেখেছে কত বৃষ্টির ঘর
নিশিতে দেখেছে তারার মধুময় অভিসার
কথার বর্ণমালা নিশ্চুপ নীরব তবু্ও  ।


মৃত্যুর শীতলতায় শুনেছে কান্নার হাহাকার
জলভরা চোখ জানে ব্যাথার দানে কতটা কষ্ট
নিঃশেষ করে বেরিয়ে আসে কপোলের উপর।


কতটা গভীরে জমে ক্ষত কি তার রঙ
চুপিসারে আসে এত বিয়োগ ব্যাথা
সব যেন মুছে নেয় ভালোবাসার ঋণ।
সব ভুলে নিরন্ন নির্বিকার সময়ের স্রোতে জমে
এক মুঠো বিষন্ন জমিন অতীত চাপা পড়ে বেওয়ারিশ।

আ্যকুরিয়ামের চড়ে বেড়ায় ইচ্ছে মত গোল্ডফিস
ইচ্ছে গুলো বেঁধে রাখি রঙিন ফিতায়
জীবনও মরে যায়  নদীর মত তবু্ও বেঁচে থাকে
লুকানো ইচ্ছে বাঁধা খাতাটাই।


প্রেম সেতো অনন্ত তৃষ্ণায় সোনালী রোদ্দুর
ফুটফুটে জ্যোস্নায় পূর্ণিমা রাত
সাগরের নীল ঢেউ, আবীরের রঙে গোধূলি
সবুজ শস্যের ঢেউ, শীতের কুয়াশা
রুপালী ভোরের নির্মল বাতাস,  পাখির কাকলি।
দূর্বিষহ তোমায় ভালোবাসলাম
হারলাম আর বেঁচে রইলাম হৃদপিণ্ড সর্বস্ব প্রাণীর গোত্রে।