নির্মল কাকলিতে আকাশের
সুনীল ডানা জুড়ে ছিল  
ছন্দময় বৃষ্টির স্বরলিপি।


ঊষার অনুভূতিতে তুমি হারা
  আরাধ্য  প্রেমময়।
আমিময় সংঘাতে প্রেমের সুরভী দিতে
ফুটেছিল হলুদ জবা আমার ঝুল বারান্দায়।


আনমনে দাঁড়িয়ে ছিল আ্যালাবেরা গ্রীলটায়
ল্যান্ডস্কেপে রাধা অস্টমীর ছবি আঁকছিল প্রকৃতি
পাহাড়ি পথ ছিল পিচ্ছিল  নীরব মৃত্যুর ভয়।
যাযাবর জীবনের বাধাগ্রস্ত কিছুসময় কথা
বলছিল মেঘবালিকার বিনোদন আড্ডায়।


শিশিরের কান্নার হাত ধরেছিল শরতের বৃষ্টি
কানেকানে বলছিল..........
তুমি আমার  ভালোবাসার বন্ধু হবে?
মিষ্টি সুরে গান শোনার হবে শ্রোতা?
মাঝে মাঝে সুখ দুঃখের কথা বলবে
কঠিন কথার সহজ রূপে  সহজ প্রকাশ দুজন।


শোন!
চাঁপাবনে ঘুঘু পাখি করছে আমায় আমন্ত্রণ
চুলের চুমায় হিজলের শাখায়
বয়ে যায়  অনন্ত সমীরণ।
ঐ দেখ.....
বাঁশবনে বকের সারির ঝুলন্ত  গৃহকোণ
মধুপের গুণ গুণ ইচ্ছার অনাবিল প্রণয়
মুগ্ধ আবেশে নিমন্ত্রণ।


কাজল সজল নয়নে আঁখি বারি ঝরে
অম্বরে শরতের হাওয়ায় শিউলিও ঝরে
সুঘ্রাণে ভাদ্রপদ পুর্ণিমায়
বিদায় বন্ধু বিদায়........