চারিদিকে চোখ মুখহীন ছায়াদল
অবসন্ন  হাসিতে কাঁপে থরথর।
ধরণী গর্ভের পাঁজর ভাঙ্গা  দীর্ঘশ্বাস
নীলচে ঘর্মাক্ত মুখ
উদ্বিগ্ন অপ্রীতিকর তীক্ষ্ণচোখ
রুগ্ন দেহ জরাজীর্ণ বসন
লাশের নিবিড় নিঃশব্দ আলিঙ্গনে স্তব
অপসৃয়মান ধরিত্রী।

হৃদয়ে নিবিড় অন্তরঙ্গতা
সানন্দ অনুুভূতিতে আমাতে আমি
তোমাতে তুমি নেই।
তরু শিরের উর্ধ্বে ঐ যে দেখছ নিঃসীম আকাশ
তারও আজ ব্যাথ্যা ভার
বন্ধুত্বের অনুভূতিতে কাঁদে।

চারিদিকে এত অঢেল খাবার তবুও
কেউ অন্ধ খিদের তাড়সে
কেউ আবার সোনার জৌলুসে
জ্বলছে খিদে।
অনাবৃত নির্লজ্জ লিপ্সা।


চারিদিকে এত বুদ্ধির দীপ্তি
তারপরও অসংখ্য মুর্খ  আচরণ।
বুকের মধ্যে এতসব হাতুড়ির ঘা
তীব্র  ব্যাথায় চোখ ভিজে
অপ্রসন্ন ২০২০ বিশে বিষ।


অধীনতা থেকে চাই মুক্তি
শান্ত নিস্তব্ধতার একঘেঁয়ে
ঔজ্জ্বল্যের হোক যবনিকা
অদৃশ্য যুদ্ধের শিকল বেড়িতে
বেজে উঠছে যে দামামা
চাই তার পরিত্রাণ।