বিমল প্রাতে জলতরঙ্গে
শাপলা হাসে জলজ নীড়ে
বিহারিণী চলে সুনীল আকাশে
স্বপ্নবিথী শুন্যে ভাসে।


নয়ন সাগরে  ছায়া পড়ে তার
আপন মনে মুগ্ধ বিলাসে
ঘুম জড়ানো ক্লান্ত আঁখি
শান্ত সিগ্ধ কোমল পিয়াসে।


কানন কুসুমে কান পেতে শুনি
রঙে রঙে কেন রাঙিয়ে রাখে?
কেন সুরভি ছড়ায় চারিপাশে ?
বলে নাতো কোন কথা শুধু
বিধাতার হাসি নীরবে হাসে।


খেলার স্রোতে বিভোর অবনী
মহাকালের মহাস্রোতে
সৃষ্টির উল্লাসে তন্দ্রাহারা
কে তুমি হৃদয়াকাশে?


এ হৃদয় অনন্ত  দ্রোহে
খোঁজে মুক্তি পতাকার রঙে
খোঁজে মুক্তি মাটির মমতায়
খোঁজে মুক্তি ভাষার গানে
খোঁজে  মুক্তি বীরাঙ্গনার চোখে।