রিনিঝিনি হাসিতে জয়ের সুরভি ছিল সেদিন
পুরো শহর জুড়ে,  দোয়েল চত্বর, কদম ফোয়ারাটায় জ্বলছিল আলো, মুখরিত মধুর ক্যাটিন।
আবেগের তীব্রতায় হৃদয় পৌঁছেছিল পুলকের
শিখড়চূড়ায়।


স্নেহের শপথে দুলছিল মৃদুমন্দ বাতাস
অরণ্য বাগিচায় বৃষ্টি নেমেছিল সুরের মূর্ছনায়
মুগ্ধতার বিভোর মনোময়, নবজন্মের প্রথম প্রহর
সমুদ্র মন্থণে ধীর লয়ে উঠে আসে পারিজাত।


তরল রুপোর আভায়
জলতরঙ্গের সোনালী রোদ্দুর
খেলেছিল লুকোচুরি খেলায়
সৌন্দর্যের রঙে রাঙিয়েছিল সেই প্রেমময় দিন
মিষ্টি মুখে স্বপ্নের জাগরণ নয়নে নয়নাভিরাম প্রকৃতি।


মনের করিডোর ভেঙে
বসেছিল ভালোবাসার গালিচা
আকাশ জুড়ে উদয় পূর্ণিমা
জোছনায় ঢেকেছিল সকল দুঃখ বার্তা
তারকাময় আকাশ রচে প্রেম কথা
নীল পাহাড় ঢাকে অভিমান ব্যাথা
হোক সে ক্ষণিকের ভুল
নদীমন মিশে সাগরের গহীন বুক
মরুর বুক ভরে আহা কি সুখ।