কনক কাঁকন জড়োয়ায়
বুনো দুঃখ বাজে সদাই
স্বপন সুখের  আদর পরশ
রঙে রঙে রাঙিয়ে হারায়।

সময়ের ভিড়ে যাচ্ছি দূরে
অনাহুত কাহার তরে
সূর্য তখন অস্তাচলে বালুকাবেলায়
জলজ নীড়ে শঙ্খচিল  কপট নম্রতায়
কমল তনু ছুঁয়ে দেয় সুক্ষ্ম নিপুণতায়।
খেলিছে অম্বর  আগুন  নদী পাহাড়
অবলীলায় এ গোধুলির বেলায়।


কুসুম কমল নয়ন হৃদে
নিত্য সুখের অনল খোঁজে
পলকে পলকে প্রেম অনুভূতি
সিঞ্চন করি আঁখি সুধারসে
তৃষ্ণা হরিয়ে এ প্রাণ ভরে আনন্দ রসে।


প্রাণের তটে কে বাজায় বাঁশি
মধুর মূর্তি নানা রুপে প্রকাশি
তব প্রেমে এ হৃদয় সুবাসে
ধন্য তুমি তোমারই প্রকাশে।