মায়ের মুখের শেখা বুলি
কেমন করে কখন ভুলি।


বাংলা আমার বাংলা তোমার
বাংলা এখন মোদের সবার
বাংলা এখন বিশ্ববাসীর
এক সুতোতে বাঁধা প্রাণ।


একুশ মানে মুক্তিযুদ্ধের
বীজ বপনের সুত্রপাত
একুশ মানে ভাষার লড়াই
বাংলা বাঙালীর অগ্নি শপথ।
বীর শহীদের রক্তে লেখা
শোকে গাঁথা, রফিক শফিক
সালাম বরকতের আত্মত্যাগ
একুশ মানে মায়ের ভাষায় বর্ণিল
বর্ণমালার ব্যবহার।
তরুণ মনে একুশ এখন সোনালী অতীত
ভাষাশহীদদের তথ্য ভান্ডার।

লক্ষকোটি তারার মাঝে শহীদ তারাপুঞ্জ
রক্তে রঞ্জিত বাঙালীর সূর্য সন্তান
এখনো শিহরণ উঠে  বাংলার প্রতিটি প্রাণে
গল্প, কথায় গানে গানে,  সাহিত্য আড্ডায়
হে বীর সন্তান সম্মান জানাতে ভুলবে না কোন
  বাঙালি হৃদয় ।


তোমারই দিয়েছ স্বীয় ভাষায় কথা বলার অধিকার
ফিরিয়ে দিয়েছ বাঙালির প্রাণের স্পন্দন
ভুলবো না তোমাদের ভুলবো তোমাদের দান
যতদিন রবে এ ভূখন্ডে একটি প্রাণ
সিঁদুর রঙের শিমুল পলাশে জানাবো শ্রদ্ধা
গৌরবের হে অমৃত সন্তান।