স্নেহের স্পর্শে ....
চিবুকের ঠোঁট হাসে
সুললিত খিলখিল
কপোলে ঢেউ তোলে
হিয়ার মানিক জ্বলে রাজকীয় কাব্যে
দেহ শাখায় ফোটে নীরজো ফুল।

কাঁকন ধরে কাছে টানে
মুক মুখে তুরা ফোটে
ভাষাহীন কুঞ্চনে শুধুই বোঝে
সোহাগ প্রীতি চোখে চোখে
ছড়ায় দ্যুতি।


চরণে তার আলোর আভা
নিষ্পাপ সরল মুখচ্ছবি
দেবকল্প প্রভায় মনকাড়ে
ভুলায় আমায় ভুলিনি তারে।


সে যে প্রাণের ধন
প্রেমের ধন  এসেছে
ধরনী আলো করে।
সে যে লক্ষ্মীসোনা
মানিক রতন  আঁধার গৃহ
আলো করে।

তারি ক্রন্দনে হৃদয় কুসুম
শুধুই অনলে পোড়ে।
তারই মুখখানি এখনো মনে পড়ে
আজি বাতায়ন পাশে তার ছবি ভাসে
স্বচ্ছ সুুন্দর তার আঁখি এ হৃদয় হরে।


কল্পিত মায়াবী মুখ মম প্রাণে
সুখচর দুঃখহারিনী নীরবে
পাশে পাশে নেচে বেড়ায়
হৃদয় আকাশে।