সৌরভ শিশিরে মোহিত ভূবন
মঞ্জুরিছে হিয়া মায়ার একি বাঁধন
রাতুল চরণে দিয়েছো কি ঠাঁই
হেম যমুনায় ছোটে হৃদয় প্রাণ ।

গীত সুধা রসে চির সিগ্ধ মধু মাসে
চির নীলাকাশে চির জ্যোস্নায়
আমারই প্রাণে বেঁধেছো কি তব প্রাণ।
লবে কি হৃদয় প্রাণ লও যা করেছো দান
লও সবই যা আছে ভান্ডারে অমূল্য  রতন
সেতো তোমারই করুণারই দান।


তৃষা দরিয়ায় মম চিত্ত
রোজই  হাসে রোজই কাঁদে  
কিসে মুক্তি এ মলিন চিত্তদল।
বিরাম সাগরে ভাবনা বেদনার
নীরব আঁধারের নেই কি অবসান।

শত হারা বুক পেতে লই
সকল দুঃখের নীরব যন্ত্রণা গভীরে সই
মোর পরাজয় তব পরাজয়
তব পুরস্কারে মোর পুরস্কার।
হেরেছো কি জিতেছো স্বয়ং লহে কত প্রাণ
প্রাণে প্রাণে রাঙিয়ে লও ঐ রাতুল চরণ  
নৃত্য করো রণভূমে হে বন্ধ বিমোচন।