অনুরাগ মালা যদি পড়ালে মনগলে
আঁধারে কেন তবে দিলে না গো জোনাকি।
শিশির চুমুতে যদি দিলে মন প্রাণ
লুকায়ে যাও কেন উঠে যদি রবি?


আমিতো বেসেছিলাম জোছনার ক্ষেত
হেসেছিলাম আমি অনিমিখ
অপার সিঁড়ি ভেঙে উঠেছিল আকাশচুন্বী ঢেউ
নিবিড়তায় ছুঁয়েছিল  নীলাদ্রি ছুয়েছিল  অমৃতলোক।


এখন......
বন্দী জীবন বন্দী স্মৃতি
ছাইচাপা অনলেরই অনুকৃতি
ভালোবাসার ছুঁতে চাই অসীম অনুভব
না হোক নিয়ম শুভ কাল
নগ্ন বিশ্বাস সূর্যময় ধরণীর সূক্ষ্ম  ঢেউ
সমুদ্র স্নান শেষে আবিস্তার ভালোবাসি তোমায়।


গভীরতার শিকড়ে পৌঁছে
দীপ্তিময় রোদেলা চুম্বন
জাগ্রত করে  আমার নারী স্বত্তায়
কম্পিত ঢেউ ভেঙে পৌঁছে দেয়  গন্তব্যের ঠিকানায়।


অসংলগ্ন অনুভূতির দেয়ালজুড়ে
নক্ষত্রের অবগাহন আঁধারের  ছায়াময়তা
তারপর  নিঃশব্দ ভালোবাসায়
তুমি আমি হেঁটে বেড়াই
পাহাড়ি ঝর্ণায় নীলাভ সমুদ্র, মেঘালয়।


সময়ের আঙুল কড়া নাড়ে
বন্য মধুর ভালোবাসা বিদায়।
নিঃসৃত নিঃশ্বাস ছুরির মুকুট পড়ে
ফুরফুরে স্বপ্ন কাঁটায় জড়ায়।