(১)
বঁড়শি দিয়ে মাছ ধরে
ছোট্ট নদীর ধারে
পাতা নড়ে
বক উড়ে
পাখির গানে প্রাণ ভরে।


(২)
যতই বলি তারে
বেঁধো না প্রেমের ডোরে
ফুল কুঁড়ি হাসে
ফড়িং নাচে ঘাসে
বাঁধা পড়ি তবু মনের গভীরে।


( ৩)
মানিক রতন জানেনা অন্ধজন
নিখিল ভূবন দেখেনি, দেখেনি তপন
অনুভবে মন কাতর
অনুতাপে দগ্ধ অগোচর
শ্রবনে হরিষে বিষাদে কাঁদিছে ভূবন।