(১) অনুরাগের বৃষ্টিতে  মন ডোবে সৃষ্টিতে
কল্পনায় রঙ মেখে  কল্পনার দৃষ্টিতে
এক আকাশ আলোতে
চোখ খোলে ভাবনাতে
সৃষ্টির  উল্লাসে হৃদয় হাসে  তুষ্টিতে।


(২)  
মায়ের স্নেহের হয়না কোন তুলনা
বাবার আদর যায় না সহজে ভোলা
বলে হিরে মানিক রতন
করে অনেক আদর যতন
সব বাধা দূরে ঠেলে থাকে আত্মভোলা।

(৩)
শঙ্খ উলু ডোল বাজিয়ে
মন মন্দিরে মন মজায়
দেবতারই আরাধনায়
গভীর ধ্যানে মন লাগায়
ধরতে হলে লাগাম দিয়ে ছুটতে হয়।


(৪)
কাঁচা বয়সের প্রেম কাঁচা কাঁচা হয়
হাবুডুবু খেতে খেতে  ডুবে যেতে হয়
কাঁচা ঘর কাঁচা মন
ভেঙে যায় গুনে খায়
উঠতি বয়সে করলে প্রেম  জবরদস্ত হয়।