বৃষ্টি এলো রিমঝিম সুরে
মিষ্টি-মধুর এ বাদল দিনে
ফুটেছে কদম ফুটেছে মালতী
প্লাবন  এসেছে এ মনের ঘরে।


নাচে ময়ুর পেখম তুলে
মেঘ গুড় গুড় এই মেঘলা দিনে
মাটির মিতালীতে ছুঁয়েছে আকাশ
বইছে বাতাস আহা কি সুখে।


আজ কেউ নেই শুধু
মোর পাশে হৃদয় কুসুম
উঠেছে ফুটে
সুরভী ছড়ানো মাধবীলতা
হেলান দিয়ে হাসে।
টলতে টলতে বলে কত কথা
নুপুর বেঁধেছে দুটি পায়ে।
মাথায় পরেছে ফুলের মুকুট
দুল দুল দুলে দুলে।


মুখর হলো আকাশ বাতাস
ঝনাৎ ঝনাৎ ক্ষণপ্রভা কাঁপে
চাতকের প্রাণ ভরে উল্লাসে
ধরণী বক্ষ চুমুকে চুমুকে
মিটায় তৃষ্ণা অতি এাসে

কি জানি কি হয়
রুগ্ন দেহের নুয়ে পড়ার ভয়
কোথাও শান্তি নাই
ফিরাও স্বস্তি ফিরাও বিশ্বাস
বাসযোগ্য হউক এ অবনীর শ্বাস।