প্রণয়ের  সুশোভিত মুহূর্ত গুলো
কালের চক্রে হয়ে উঠে স্মৃতির
জলাময় আবেগের দ্বার।


নিঃসঙ্গতার অপরিমেয় বোধ
স্মৃতিগুলোকে বন্ধ্যা করে।
সুবাস স্মৃতি হয় মেঘরোদ্দুর
আর স্ববিরোধী
গৌরবের নির্জন বন্ধ্যাভূমি
তখন পড়ে থাকে ঊষর।


পাণ্ডুরতা জমাটবাদে অস্থিসন্ধিতে
ব্রেইনের সেল গুলো হয়ে উঠে
তিরিক্ষি মেজাজের
চোখের শিরায় ভাসে করুণার হাসি
দরজায় উঁকি দেয় নিদারুণ বার্ধক্যে।

রোদ বৃষ্টি ভরা দিনগুলো
হয়ে উঠেনা কবিতার চরণ
বেদনামাখা ছাপ নিয়ে  হাজির হয়
বিস্মৃত বিকেল।
মন্দ স্মৃতির  অসহ্য গন্ধ লেগে থাকে
নিশি দিনের  কার্নিশে।


নিদারুণ খামখেয়ালিপনার  প্রকৃতি
দুর্দান্ত ক্ষমতায় হয় আবেগপ্রবণ
অনুভূতির  প্রকাশ ঘটায় নীরব
নৃত্যপর পায়ের শব্দে।


বোধহীন মৃত্যুর কফিনও
পবিত্র হয় সাদা রঙের
মৃত্যু নিজেই কথা বলে
ধীরে আরো ধীরে ।


নিঃসঙ্গতায় ছবিগুলো
প্রখর হয় অনুভূতির
নির্মমতায়  মৃত্যু তখন
কাঁদে কি হাসে সেটা ব্যাথা
দাঁড়ায় না।