কৃষ্ণচূড়ার কুঞ্জে কুঞ্জে
রক্ত জবার রক্তরাগে
ফুটেছে নবমঞ্জরি।


বনে বনে লেগেছে আগুন
রক্ত লাল  রক্তলাল।
শিমুল পলাশ হলুদ গাঁদা
অনুরাগে গায় ফাগুনেরই জয়গান।


সদ্য ফোটা আমের মুকুলে
গন্ধে মাতোয়ারা বন।
কুমড়ো ফুলে  সজনে ডাঁটায়
মধুপ বসন্তেরই মাধুরি ছড়ায়।


রাষ্ট্র ভাষা উর্দু করায় বজ্র কণ্ঠে গর্জে উঠে
হাজার তরুণ লক্ষ প্রাণ
দেহে যৌবন মনে উদ্যম অবিচল।
মনে মোদের মুক্ত চিন্তা
স্বাধীন মোদের প্রাণ।
যতদিন এদেহে আছে প্রাণ
বাংলা হবে মায়ের ভাষা।
কথা বলবো বাংলায়
বাংলায়  করবো গান।
বাংলায় লিখবো  কবিতা গল্প
বাংলা সাহিত্য বাঙালির প্রাণ।
বাঁচবে আশা ভালোবাসা
মিটবে মোদের সকল আশা।


দৃঢ় শপথ দীপ্ত  অঙ্গীকার
হার মানবো না ভাংগবো না।
উচ্ছ্বাসে মোরা উদ্যত ঝঞ্জার মতো দূরন্ত
মায়ের ভাষার আধিকারের দাবি কখনই ছাড়বো না।


১৪৪ধারা উপেক্ষা করে
মিছিলের জোয়ার রাজপথে যখন ।
গুলি বর্ষণে ঝরে গেল দামাল ছেলেদের প্রাণ
ভাষার  বলিদান তাজা রক্তে দিতে হল বাংলা ভাষার দাম।


চির বেদনার চির অমর ২১শে ফেব্রুয়ারী
রক্তে লেখা রফিক শফিক সালাম বরকতের নাম।
সকল ভাষাভাষীর হৃদয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
শুনি সুর প্রভাত ফেরির গান।