পথের ধুলায় লুটিয়ে পড়ে
স্নিগ্ধ মনোহর সুরভী ফুল
মনের বনে লেগেছে গুনগুন
এসেছে বাসন্তী মাতাল মলয়
চারিদিকে কুহু কুহু
ঘরে থাকা কি যায়।


আজ মন বলে হারাবো
সুরে সুরে প্রাণে প্রাণে
গল্প কথায়  গানে গানে  
ভাসাবো ভেলা ভাসাবো।


হৃদয়ে জাগে যে  সুরভী
ছড়াবো মনে ছড়াবো
হৃদয় কুঞ্জে পুঞ্জে পুঞ্জে
আবেগ ঢেউয়ের বাতায়ন খুলে
অভিমানী মন দোলাবো।


মনের বাঁধন আলগা করে
ছিঁড়ে যায় যদি কেউ দূরে
আলগা কি গো হয় বাঁধন
বিনে সুতায় হৃদয় জুড়ে
অমোঘ টানে জড়ায় সহেলির মন।