মধুর সুরে কে ডাকে আজ
ভোরের শীতল ছায়ায়
ফাগুন বনে ছড়িয়ে দিল
উষার আদর ধারায়।


যোগী মুনি যত ছিল ধ্যানের আরাধনায়
তারা ও তখন ব্যাকুল হলো সুরের মাতাল খেলায়।


নীল পাহাড় ও বলল কথা
অভিমানী দোলায়
বাজল মাদল মনের সুখে ধূলির ও ধরায়।


প্রভাত কুঞ্জে একি মধুর শিহরণ
যামিনী না যেতে কুহু কুহু তান।
শিশির জলের নকশিকাঁথার উষ্ণ রবির স্নান
আকাশ পাড়ে মেঘ উড়ে যায়
মুক্ত বিহঙ্গের  মুক্ত স্বাধীন প্রাণ।


মনে মনে বুনছে কথা
জ্যোস্নায় ভরা প্রাণ
সুখের ঘরে সুখ পাখিটা
শুধু ই করে গান।
নয়নে নয়নে মুগ্ধ নেশা
মনের মাধুরীতে মমতার টান
পারিনা ভুলে যেতে পারিনা
ফিরাতে সে যে প্রাণের প্রাণ।


উষ্ণ কোমল আবেগ জড়ানো
হৃদয়ে মন্দিরে তারই ধ্যান
শুধু আপনার করে আপন হলো
হৃদয়ের গহীনে তবুও নয় অকৃপণ দান।


প্রদীপ জ্বেলে আসন পেতেছি
মুক্তির মন্দিরে মুক্তি র গান
হারায়ে নয় হারিয়ে ও নয়
শুধু দাও ভরিয়ে তৃষ্ণা হরিয়ে এ প্রাণ।