সাঁঝের বেলা মেঘের পাহাড়
আকাশ গাঙে পাখি।
আগুন নদীর তপ্ত
হাওয়ার চুম্বন গভীর।


উড়ছে মেঘ তুমুল বেগে
নীল আকাশের পানে
আঁধার ঘনায় সন্ধ্যা নামে
পৃথিবীর দুচোখ বেয়ে।


বৃষ্টি পড়ে মৃদু পায়ে
চঞ্চল হৃদয়ে শান্তি আনে
নীরব ধরিত্রীর শীতল পবন
অনুভবে হাসে।


মায়ের কোলে ঘুমায় পবন
মাকে ছুঁয়ে বলে  মাগো তুমি
সবার মা যে তোমার কোলে
শুয়ে সবাই কেমন মিলিয়ে
যায় চির গভীর ঘুমে।


মা মাটির স্নেহডোরে
কেমন বাঁধা পড়ে
আড়াল করে রাখো
তুমি  মা তোমারই অন্তরে।