নিত্য কত রঙ বাহারি
জীবন রঙের ঢেউ
সুখে দুঃখে দিন কাটে
জাননে না অন্য কেউ।


সুখের পরশ পেলে
যখন চিত্ত গগনে
মনের ঘরে প্রদীপ জ্বলে
আঁধার দূরে চলে।


হাজার স্বপন কনক কাঁকন
বাজে প্রাণে মনে
স্বর্গ সুখে শান্ত তনু
মায়ার বাঁধন জুড়ে।


ঘুরছি কত দেশ দেশান্তর
নানান ছবি আঁকে অন্তর
গ্রামের সেই  ছোট্ট নদী মধুমতী
মাতিয়ে রাখে আমায় নিরবধি
জুড়ায় হৃদয় জুড়ায় অন্তর।


প্রভাতের স্বপ্ন আশা
ছুটেছে নেশায় আলোর পিয়াসা
মরুর বুকে জলের নেশা
অন্ধ জনে আলোর নেশা
নেশার ঘোরে ছুটছে সবাই
দিক দিগন্তে পড়ছে  সাড়া।


মোহন বাসনায় সতত চঞ্চল মন
পবন বেগে  সদাই ছুটে যায়
বিজন নদীর কিনারায়
মনের মোহনায় শূন্য জুড়ে
ঘূর্ণিপাকে ঘুরছে সবাই।