আনন্দ উৎফুল্ল প্রভাতে
নিদ্রার শেষ তন্তুগুলো আঁকড়ে ধরি।
নবজাতকের সারল্যে শুরু হয়
নূতন একটি দিন নূতন এক বিজয়।


সুখী শৈশব প্রত্যাবর্তনের
এক অফুরান সময় থমকে দাঁড়ায়
মন খোঁজে রঙ্গীন চাঁদোয়ায়
ডায়েরির পুরানো ক্যানভাস।


চোখে ভাসে রঙিন এক জলাধার
অজস্র জলপদ্ম ফুটেছে আজ
রৌদ্রালোকিত হেথা নদীপ্রতীম স্মৃতি
সুখানুভূতিতে উচ্ছ্বল মেঘমুক্ত নীলাকাশ।

পবিত্র নৃত্যের মুদ্রার অনুভূতি
উত্তাল পদযুগল সমধুর বাঁশির সুরে বিহ্বল
মুখে দেবীর পবিত্র সারল্য।
চারিদিকে সবুজের আচ্ছাদন
সবুজ চোখে সবুজ মায়া।


স্বপ্ন আশা ভালোবাসার নস্টালজিয়া
আদুরে সকাল উদ্বিগ্ন দুপুর
গোলাপি বিকেল ঈশ্বরের ইচ্ছাধীন
কৃপণ প্রভুর হাতে অবরুদ্ধ।


এত যে ডাকাডাকি তবু
তার বন্দ দুচোখ
বিবশ শরীর বাকরুদ্ধ পাষাণ
দয়া মায়া নেই
অধম সন্তানের চিৎকারে
ঘরে দিয়েছে খিল।