যেতে চাই আমি গাঁয়ের পথে
সংগে কেউ যাবে মোর সাথে।
দেখবে চলো সবুজ মাঠ
সোনালী ধানের ক্ষেত।
পানকৌড়ির সাঁতার দেখবে
নৌকা বেয়ে শাপলা তুলবে।

মা আমার লক্ষ্মী মেয়ে ছোট্ট
বেলার গল্প বলবে, বলবে
আমি কত পাকা
মাথায় ছিল বুদ্ধির ঝাঁকা।
খুব ছোট্টতে খেলা খেলা
কেটে যেত আমার সারাবেলা।
লেখাপড়া খুবই  কম
খাওয়া ঘুম মনেই পড়তো না।


মা যখন  ডাকতো আমায়
দুষ্টমিরা আসতো ঘটে।
বলতাম আমি কিছুক্ষণ
খেলোনা মা আমার সাথে।
মা তখন  হতো খেলার সাথী
এলোমেলো একটু হলে  
আমি হেসে কুটি কুটি
মনে মনে  ও বেজায় খুশি
মা তখন যেত রেগে
আমার রাগ ও ভারী।

বলবো নাকো কোন কথা
জাগবে যখন  মায়ের ব্যাথা
রাগ করে বলবে যখন আস
কানমলাটা দেবো জোরে জোরে।
আমি তখন উঠবো হেসে
হা হা হা কি রে মা
তুই মজা দেখাবি।
আমার সাথে দৌড়ে পারবি
হা হা হা।
মা বলবে আামি জানি
দুষ্টামিতে সেরা তুমি।


আয়রে আয় সোনা মেয়ে
করাসনে আর দেরি
অনেক তো বেলা হলো
খাবি আয় তাড়াতাড়ি।
হাসছে বাবা দেখে  আমায়  বলল
এখন আর করোনা মা বাড়াবাড়ি
এসো বস  খেয়ে নাও
আমি চলে যাবো  যে এখুনি।
আমি তখন চুপটি করে
নিরাশ হলাম খানিক।
মাকে দেখি হাসছে মুখটি টিপে
কি আর করি পড়লুম বসে
মা তখন আদর করে বলল আমায়
আমরা তোমায় বড্ড ভালোবাসি সোনা খুকি।