ব্যাধিগ্রস্ত ধরণীর নির্যাতিতা মাটি
ভিক্ষার ঝুলি কাঁধে
আর কত আর্তনাদ শুনবে তুমি?
মলিন ধূসর মগজ হীন মমতায়
সংলাপের অনলবর্ষণ আর কতদিন?


সত্যভাষী জিভ ক্রুশবিদ্ধ কড়িকাঠে
আর কতদিন?
আত্মার অনন্ত গহীনে পুড়ে
অনুভূতির  স্বরলিপি
নির্দয় মুহূর্তগুলো হাসে  
ছায়াময়  ক্লান্তির বিষাদ হাসি।


বিমর্ষ ক্লান্ত উপোষী মন
আশার পাল ছিঁড়ে
ধরণীর দীর্ঘ যানজটে শবদেহের ভীড়।


ইতিহাস  এখন কৌতুহলের ঝিলিক
হাসি গল্প শান্তির পরশ
চোখের জলে এখন ধোঁয়ার দড়ি
দেহে এখন নকল রক্তধারা স্বাধীন।


বিদায়ী চুম্বনে অনুভূতি সহানুভূতি
স্নেহের পরশ অতীত
বিশুদ্ধ স্বর্ণের সুতায় হাসে পুরানো দিন
রুপার ঝলকে বন্দী সভ্যতার আগামী দিন।


তবু্ও বিরোধ নয় গতিহীন
হিংসা হানাহানি খুন রাহাজানি প্রতিদিন
ক্ষমতার দাপটে মানবতা এখন পেঁচানো
শামুকের খোলসে জলবন্দী।
বিদায় অতীত আর সোনালী স্মৃতি বন্দী
থাকবে হৃদয়ে অম্লান চিরদিন।