রঙধনুর অযুত রশ্মি ছুৃঁয়েছিল চোখ
যাদুর ছোঁয়ায়
বলাকা মন নিয়েছিলো স্বাদ অপার স্বাধীনতায়
প্রেম এক আশ্চর্য অজানা পথ
স্বীয় অজ্ঞতায় কখন কে যে হারায় বাতাসের উদ্দামতায়।


তীব্র আকাঙ্ক্ষায় রঙিন আশায়
স্বপ্নবীথি স্বপ্ন সাজায় মনের  মৃত্তিকায়
প্রেমের দেবতা হয়ত সেদিন
পেতেছিল অগোচর ফাঁদ
নিজের অজ্ঞাতে হয়তো তোমায় ভালোবেসেছিলাম
জোছনা ভরা রাত আর মাধবী চাঁদ
খেলেছিল রঙ হৃদয় যমুনায় সারারাত।


পাহাড়ের শরীর কেটে ঝরনার কান্নাও
সেদিন করে নিয়েছিল সুদূর পথ আঁখির তারায়
মন সমুদ্রের আরন্যক জোয়ার উছলি যায়
শিরায় শিরায়।


প্রেম শ্বাশত সুন্দর
শিশির যেমন সবুজ ঘাসে
পদ্ম পাতায় মুক্তা দানায়
সূর্য যেমন আলোর খেলায়
মাতিয়ে রাখে বিশ্ব ভূবণ।

এক জীবনে এত প্রেম
এত খেলা সিগ্ধ নিরাময়
ভালোবাসায় যুগল বন্দী
এ প্রকৃতি ও মন তাবৎ সুক্ষ্মতায়।


আলোহীনতায় হয়ত কেউই
থাকবে না চিরকাল তবু্ও
প্রেম বেঁচে থাকবে আঁধারের
কোল ঘেঁষে অনন্তকাল।