আকাঙ্ক্ষার জলে বুনেছিলাম স্বপ্নের জাল
রঙিন হয়েছিল প্রেমের সরোজিনী ঘাট।
উওাল উদ্যাম ছন্দ ঝর্ণার
মনোবিনা তুলেছিল সুর বিমুগ্ধ শ্রাবণ ধারায়।


কস্তূরী মৃগ সম ছুটেছি আপনহারায়ে
ভুলেছি কুল ভুলেছি মান ডুবেছি অথেই যমুনায়
নিশিদিন বিলাপ স্বরে বিরহী মন খুঁজে বেড়ায়।


এমনি করে মন ছুটে যায়
নব কিশলয়ের গভীর আকাঙ্খায়
আশার কুঞ্জে নয়ন নীড়ে বনোফুল ফুটে
বিজন নিশীথে শশী তখন জোছনা ছড়ায়।


রূপের  ডালিতে রূপ মনোহর
সাজিয়ে বিছানা শিউলি তল
কুমুদ হাসে শশীর প্রেমে
নদী ও মুগ্ধ   উল্লাসে চলে
কল কল ছল ছলছল।


শিশিরের চুমুতে ধরনীতল
সিক্ত ভূবন মায়ার বাঁধন
কাননের কুসুম কুমুদ সরোবর
আকাশ ভরে আছে হাজার তারায়
নীল সমুদ্র প্রবাল ধারায়
রূপে রুপে রূপের সাগর এবিশ্ব ভূবন
সেথায় মন নবকিশলয়
শান্ত জ্যোতি শান্ত প্রকৃতি
সৃষ্টির উল্লাস সৃজন মেলায়।