অশুভ অশনি সংকেতে না পাবো না ভয়
ভয় জয়ের চেষ্টায় হবে হবেই পরিত্রাণ।
প্রভাত সূর্যের রক্তিম আভা
এ মন এ প্রকৃতিতে আনে প্রাণ।


চারিদিকে সুশোভিত পল্লব মঞ্জুরী
পাখির গান আর রৌদ্রস্নানে বিভোর ধরণী।
রাতের আঁধারে  ফোটে তারার ফুল
চাঁদ হাসে নয়ন হয় ব্যাকুল।
মেঘের পরে সূর্য হাসে
অমাবস্যার পরে পূর্নিমা আসে।
যাদুর দোকান এ ব্রক্ষ্মান্ড
খেলছে খেলা দর্শক পুতুল মানুষ।


যে শিক্ষা শিখায় প্রকৃতি নীরবে
নিপুণ চটুলতায় সে শিক্ষা গ্রহনে জীব
অজুহাত খোঁজে ।
বাবা মা শিক্ষক জীবনের জীয়ন কাঠি
এ প্রকৃতি নিসর্গের আর এ প্রকৃতিই নিজেকে সাজিয়ে
অদৃশ্য করোনাকে জানাবে বিদায় একদিন।


অশুভ অশনি সংকেতে না পাবো না ভয়
সব ঝড়েরই হয় অবসান।
সব মহামারীই থামে একদিন
সব মিথ্যারই শেষ আছে।
সব অহংকারেরই হয় পতন
সব কিছুই হয় বিলীন।
শুধু সত্য মাথা উঁচু করে
দাঁড়ায় চিরদিন। 💚💚💛💛