আনন্দেরই ঝর্ণাধারায় দুলছে
কেন হৃদয়
দুলতে দাও দুলতে দাও  ।


সাঁঝের বেলায় রবি কোথা
অস্ত যায় যেতে দাও  যেতে দাও।      


শরতের নরম হাওয়ায়
কেন মন ভুলায়
ভুলতে দাও ভুলতে দাও।


আমিতো চাইনি কিছু
মন আমার ছুটছে পিছু
ছুটতে দাও ছুটতে দাও   ।


শিউলি ফোটে রাতের আঁধারে
ফুটতে দাও ফুটতে দাও।


সুবাস ছড়ায় নিশির বুকে
ছড়াতে দাও  ছড়াতে দাও।


মনতো স্বাধীন নয় পরাধীন
পরে না বেড়ি হোক না
তৈরি শিকল বেড়ি।


যার গুনে সে যে প্রকাশে
হোক না  সবুর কতক দিন।
স্বাধীনতার সুখ  উষ্ণ সবুজ
ধরণীর বুকে  নিত্য আনে ।


এ ধরাতলে তারই প্রকাশ
চৌদিকে উঠে  ফুটে
সীমানা লঙ্ঘিতে  অসীম সাহস
জন্মে মানবের বুকে।