পল্লবিত হাত
আড়ষ্ট এ বুক,চোখে ভীরু লাজ
নিঃশ্বাসে মিষ্টি হাওয়া।
তারুণ্যের প্রণয় সকালে
বৃষ্টিভেজা চতুর্দশী আজ।


হৃদয়বীনার মোহন তারে
সুরে সুরে খোলে  বসন্ত দ্বার
ভেবেছিলাম নিখাদ হবো  
প্রথম ফোটা ভোরের গোলাপ।


মন ফাগুনের রাঙা ফাগে
রাঙিয়ে দেবো তোমার আকাশ
বাজবে দূরে শঙ্খ নিনাদ
সূর্যের বন্যা ভেসে এসে
রাখবে হাতে হাত।
স্বপন সরোবরের  জলধারায়
ফুটবে কোকনদ।


বলবে তুমি  দুষ্টমিষ্টি
জলে ভেজা সতেজ পদ্ম আমার
তখন আমার  প্রাণের আহুতি.....
নয়ন কুঞ্জ মুদে উঠে কাঁপি
পাঁপড়ি অধরের শিথিল দ্বার।


নিজে পুড়েই নিখাদ হবো
ভেবেছি কতবার .....
অরুন্ধুতি মুচকি হাসে
হাজার তারা তারই সাথে
কালো আমার বুকের পাথর
ভস্ম করে  পুড়ে দিগন্ত বরাবর।


রজন হৃদপিণ্ড
সুটকেস ভর্তি ভালোবাসা
শুধু  নিমগ্ন করে আমায়
অসহ্য সুন্দর এ মিষ্টি আলো
পবিত্র করে আমার অজর  ।