নিশি না পোহাতে
ডাকিছে মলয় আয় আয়
শ্রাবণের ঐ মেঘে মেঘে
কাঁদিছে গগন মাটির তৃষায়।


বসুধার কন্ঠে ক্রন্দন কাঁপিছে প্রাণ
ধরাতলে একি  শুনি কাঁদিছে পবন।
সুরভী সোহাগী কদম ফোটে আকুলায়
রাশি রাশি ফোটে হাসি  জলজ মদিরায়
নন্দিত নয়ন মাঝে  কে যে লুকায়?
বেহাগ খেয়ায় ভেসে কে চলে যায়?
অঞ্জলি দিয়েছে কে এ ঘন বর্ষায়?
শীতল তনুতে আঁখি ঘুমঘোরে যায়
ভাসানো মেঘের তরী নীল আকাশের গায়।

তুমি ছিলে না বলে খোলে না আঁখি হায়
উষর যৌবন ধূসর বর্ণমালায়
লিখে কবিতা শব্দেরা ভূখা হায়
স্বপ্নের নদী আজ  ভাটায় বয়ে যায়।


তনু শাখে নাই এ শ্রাবণ
জুঁই  চামেলী ফোটেনা এ কানন
নিরাশার বাগে ফোটে ধুতরায় ফুল
ভুল সবই ভুল , জীবনের খেলাঘরে
না ফোটা কলিকার বিলাপে, ঝরে যাওয়া ফুল।


ক্লান্ত এখন জীবনশাখে
ঝড় বাদলের পূব  হাওয়াতে
মনের মাধুরীতে মিশেছে মিশেল
মনে যৌবন ঘোর।