নব প্রভাতের শিখর চূড়ায়
সুমধুর সুরে বাজে সানাই
দুটি হিয়া একই সাথে
একই সুরে বাঁধে প্রাণ।

সুরের এই আবেগ বেগে
নবধারা জলে মেঘ তনয়ার স্নান
পাখির কূজনে  মুদে না নয়ন
বহিছে মলয় কাঁদিছে গগন।
প্রাণময় তৃষ্ণায় গন্ডূষ ভরিয়া করে পাণ
অমৃত সুধা রস মর্ত্যের মৃত্তিকায়
আনন্দ কলোরবে উচ্ছ্বাসে ভরে প্রাণ।

অন্তরীক্ষের অনন্ত গহীনে  ঝুলে
বিশুদ্ধ  সমীরণ সরোবর
মধুর সুরের মূর্ছনায় বিমুগ্ধ  মন
বৃষ্টির রিমঝিম  আলাপে ভাসে ক্ষণকাল ।

অন্তরালে অমৃত মুরতি
অবাক বিস্ময়ে ধরাতল
শান্ত সৌম্য জ্যোতি
ভরা যৌবন রসবতী
কৃপা বারির এক মিষ্টি সকাল।

মনের অর্ঘ্য থালায় ফুটেছে কুসুম
অঞ্জলি লহ হে অনুপম
অঞ্জলি লহ হে মৃত্যুঞ্জয়
প্রাণের প্রাণে তব জ্যোতির অনুরণন।


ভালোবাসায় ভরে উঠুক বিশ্বময় প্রাণ
তোমার ই করুণায় তোমার ই অর্ঘ্য দান
স্বয়ং অঞ্জলি অর্ঘ্যে স্বয়ং মহীয়ান
সুন্দর হে সুন্দর
বিশ্ব ভরে উঠে তোমার  স্তূতি গানে
সকলে প্রাণ মনে  গাহে তব স্তব গান।