আষাঢ়ে বৃষ্টি নামে
নদী ভরভর।
  
জেলে ভাই ধরে মাছ  
স্রোত খরতর।
  
ছোট ছোট ছেলেমেয়ে
নৌকা বেয়ে চলে।


সকালে শাপলা তোলে  
ঝিলের জলে।


মাছ ধরে মুখে হাসি
গান গেয়ে চলে।


খুশিতে ডগমগ  
বৈঠায় জল তোলে।


সহজ সরল জীবন  
মন মাটির মত ।


মেঠোপথ এঁকে বেঁকে
আর্দ্র  নরম।


দুই ধারে সবুজবীথি
জড়াজড়ি করে  ।


বৃষ্টিভেজা ঘন্টা জবা  
লাল টুকটুক। করে ।


কোকিল শোনায় গান
খুব সকালে।


মানুষ ভীড় করে  
চায়ের দোকানে ।


করোনার খবরে
  নাই ডর তাদের।


গল্প আড্ডায়
মিলে মিশে চলে।