ক্যালেণ্ডারের চাদর ছিঁড়ে
আশাহত আর  কতবার
পাতার ফিসফিসানি শব্দ
আনুভূমিক বৃষ্টিতে ভিজে
আসে আদুরে শান্ত স্নিগ্ধ সকাল।


অপেক্ষার সীমান্তরেখায় হয়ে উঠে
প্রেমহীন প্রেমের এক অধ্যুষিত প্রসাদ
নস্টালজিয়ায় ভরে যায় স্বপ্নের ডানাকাটা সময়।


শোকাহত শোকাবহ শব্দে
কেঁপে উঠে শরীর বিবশ হয় মন
আর তোমার আমিতে নিষ্প্রাণতায় ক্লান্ত হই।


গনগনে রোদের সমুদ্রে
ভারী খরখরে আওয়াজ করে ডাকে পাতি কাক
অথচ পায়রার ঝাঁক উড়ে চলে নির্মল সকালে
ফুরফুরে মেজাজ, পায়ে নুপুরবিহীন কিন্তু অপূর্ব ছন্দময়তা
ঐশ্বরিক যাদুমন্ত্রে হাওয়ার দোলনায়
দূলে  মোহবিষ্টের মহিমায়।


আমার পৃথিবী তোমার চোখের দ্যুতিতে আমার
বেঁচে থাকার আবাহন জানায়
চিরযুবা সুর্য আমার মনের শিকড় খুঁজে নেয়
তোমার মনের কোমল মৃত্তিকা।


কাব্যিক গীতি মমতায় বেড়ে উঠেছে
যে ভালোবাসা তার চাষযোগ্য উর্বর ভুমি তুমি।
আমার খনিজ ভালোবাসা
যেখানে আমার হৃদয়ের পবিত্র আত্মা
সঁপে দেয় সুমিষ্ট সুবাস।