যদি পার ফিরিয়ে দাও সরল
বিশ্বাস
দাও প্রথম আবেগের প্রহর
দাও সেদিনের প্রভাত।


ফিরিয়ে দাও কল্পনার চারাগাছ
দাও অনুভূতির স্পর্শের সকাল।
অণুর কণার স্পন্দন ছিল স্বর্গীয়
লহমায় প্রথম নিবেদন।


চোখ ছিল ছল ছল
ভরা যৌবনের বিরাজিত চাঁদ।
পারবে কি ফিরাতে সেই আমাকে
ঘন সবুজের সুউচ্চ চূড়ায়।

হৃদয়ের তানপুরায় যে গান বেজেছিল
সে গান শুনাতে আবার
জান আজ বড় বাস্তবতায় ডুবেছি আমি
সেই  আমি আবার ফিরে যেতে চাই।
চোখে চোখ রেখে যে কবিতা পড়েছি
আবার সেই কবিতার শরীর দেখতে চাই।


বড্ড বেমানান বলোনা
কিছু আর চাই না
ফিরে যেতে চাই প্রথম ভালোলাগায়
প্রথম আবেগ জড়ানো চোখে
প্রথমের কল্পনায় শিউলি তলায়।


ভেজা মাঠের আলপথে
মেতে উঠতে চাই ঘাসফড়িং
ধরার খেলায়।
পুকুর পাড়ে নয়নতারার নয়নে
এ চোখ মিলাতে চাই।
যদি ভালোবাসো ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও আর কিছুই চাইবো না আর।